
স্টাফ রিপোর্টার : জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং নাগরিক প্লাটফর্মের জেলা কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল আহ্বায়ক, নারী উদ্যোক্তা জেবা পারভীন জয়া ও এনজিও প্রতিনিধি শিউলি হাঁসদা যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
সোমবার শহরের সুইহারিস্থ এনজিও ফোরাম কার্যালয়ে দিনাজপুরের বিভিন্ন উপজেলা পর্যায়ে গঠিত নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদের সভায় এই জেলা কমিটি গঠন করা হয়। সদর উপজেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় ফেসিং জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফেসিং প্রকল্প এর প্রোগ্রাম সমন্বয়ক সহিদুর রহমান। তিনি বলেন, নারী-পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করা হবে নাগরিক সমাজের সহযোগিতা নিয়ে।
এ কারণে এর আগে উপজেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম গঠিত হয়েছে, আজ জেলা প্লাটফর্ম গঠিত হচ্ছে, আগামীতে বিভাগীয় পর্যায়ে নাগরিক প্লাটফর্ম গঠিত হবে। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ডেমোক্রেসি ওয়াচ। পরে ব্যাপক আলোচনা শেষে নাগরিক প্লাটফর্মেও ২১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি গঠন হয়। এতে আজহারুল আজাদ জুয়েল আহ্বায়ক, জেবা পারভীন জয়া ও শিউলি হাঁসদা যুগ্ম আহ্বায়ক, লায়লা চৌধুরী, কানিজ রহমান, সুলতান কামালউদ্দীন বাচ্চু, মোফাচ্ছিলুল মাজেদ, মানিক ইয়াদ আলী, মানিক বাঁশফোর, এম এ জলিল, আরফিন মৌ, মো. আব্দুল মান্নান, সুসন্ন্যা টপ্প, আশামনি মুর্মু, মো. নওশাদ হোসেন, মো. ছামিউল আলম, রহিমা পারভীন লাভলী, সাহানাজ পারভীন, সায়লা বানু, মামুনুর রহমান জুয়েল ও সাজিদা আকতার সদস্য নির্বাচিত হন।