
স্টাফ রিপোর্টার ॥ নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইল বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে নাগরিক উদ্যোগ দিনাজপুরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে মঙ্গলবার বাহাদুর বাজার মোড়ে নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ দিনাজপুরের সদস্য সচিব ও জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, নির্বাহী সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদুল্লাহ, সদস্য মমতাজুর রহমান, অধ্যাপক আব্দুস সবুর, রুবেল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনের মুসলমানদের উপর যে নির্যাতন অত্যাচার এবং হত্যা শুরু হয়েছে তার বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিশ্ব জনমত গড়তে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।