ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন সালমা হায়েক

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ হলিউডের তারকা অভিনেত্রী সালমা হায়েক। গত বছর করোনা মহামারির শুরুর দিকেই মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি এ বিষয়ে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই অভিনেত্রী জানান, করোনা আক্রান্ত হওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। কঠিন লড়াই করতে হয়েছে তাকে। সাত সপ্তাহ আইসোলেশন ছিলেন। এমনকি এখনো শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন তিনি। তবে আক্রান্ত হওয়ার বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন। সালমা হায়েক বলেন, ‘চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি হতে অনুরোধ করেন। অবস্থা এতটাই খারাপ ছিল। কিন্তু আমি বলেছিলাম, না, ধন্যবাদ। এর চেয়ে আমি বাড়িতেই মরব।’ তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ার একপর্যায়ে তাকে অক্সিজেন দিতে হয়েছে। এখনো মানসিক চাপ নিতে পারেন না। এর মধ্যেই চলতি বছর এপ্রিলে কাজে ফিরেছেন তিনি। রিডলি স্কটের ‘হাউজ অব গুচি’ সিনেমার শুটিং করেছেন। ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষায়, ‘এটা খুব সহজ ছিল। ফেরার জন্য সম্পূর্ণ উপযুক্ত একটি কাজ। একপর্যায়ে জুমের মাধ্যমে শুরু করি। কিছু কাজ করতে পারতাম, অল্পতেই ক্লান্ত হয়ে যেতাম।’ মুক্তির অপেক্ষায় সালমা হায়েকের ‘হিটম্যান’স ওয়াইফ’স বডিগার্ড’। এতে আরো অভিনয় করছেন রায়ান রেনল্ডস এবং স্যামুয়েল এল জ্যাকসন। পাশাপাশি মার্ভেল স্টুডিওর ‘ইটার্নালস’ সিনেমায় দেখা যাবে তাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।