ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে গ্যালারিতে থাকবে দর্শক

দিনাজপুর বার্তা
মে ২৭, ২০২১ ৩:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজে মাঠে দর্শক প্রবেশের সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন টেস্ট সিরিজে কঠোর বিধি-নিষেধ মেনে দর্শক প্রবেশের অনুমোদন দেয়া হবে জানিয়েছে ইসিবি। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ২ জুন শুরু হওয়া সিরিজের প্রথম টেস্ট হবে লর্ডসে। সেখানে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এর ফলে ৭০০০ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ১০ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বার্মিংহামের এজবাস্টনে। ঐ টেস্টে শুধুমাত্র দু’দিন দর্শকরা মাঠে খেলা দেখতে পারবেন। টেস্টের প্রথম ও শেষ দিন ১৭ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে। এজবাস্টন টেস্টে দর্শক প্রবেশের জন্য স্থানীয় সরকারের সাথে আলোচনা শুরু করেছে ওয়ারউইকশায়ার। কারণ ওয়ারউইকশায়ারের হোম গাউন্ড হলো এজবাস্টন। অনুমতি পেলেই টিকেট সরবরাহ শুরু করবে কাউন্টি ক্লাবটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।