
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ জুন বুধবার সকাল ১০টার দিকে মাতাসাগর এলাকা থেকে মোহন দাস (২৪) নামে ওই লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন হোসেন জানান।
মোহন শহরের রাজবাড়ীর গুঞ্জাবাড়ী এলাকার রতন দাসের ছেলে। তার তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ওসি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।