ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড ভিশনের অংশিদারিত্বের ভিত্তিতে কর্মসূচী বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

দিনাজপুর বার্তা
জুন ১১, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ১০ জুন বৃহস্পতিবার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের হলরুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ অফিস, উপজেলা কৃষি অফিস, ইউনিয়ন পরিষদ, এনজিও, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম উন্নয়ন কমিটি এবং শিশু ফোরামের অংশগ্রহণে অংশদারিত্বের ভিত্তিতে কর্মসূচী বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের প্রতিনিধি দিলিপ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাকিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার দীনো দাস। সভায় ৩৬টি গ্রামের উন্নয়নের জন্য সমঝোতা স্মারক বিষয়ক চুক্তিতে স্বাক্ষর দেন ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ সহ প্রতিনিধিবৃন্দ। এই সমঝোতা স্মারককের সুবিধা হলো এলাকার টেকসই উন্নয়নের জন্য যৌথভাবে উন্নয়নের কাজ করা যাবে। শিশু সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। সংস্থার কার্যক্রম সহজে বাস্তবায়ন করা যাবে। সহজেই উদ্বুদ্ধ সমস্যার সমাধান করা সম্ভব হবে। একই উপকারভোগী একই অনুদান না পেয়ে অন্য অনুদানের সুবিধা পাবে। শিশু অধিকার সম্পর্কিত বিষয় জানতে পারবে। এলাকার জনগণের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটবে। উপকারভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। কার্যক্রমের মনিটরিং করা সহজ হবে। স্বল্প সম্পদে সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা সহজ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।