
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “নদী দুষণ দখলদারিত্ব এবং অন্যান্য দুষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) উপজেলা পর্যায়ে নদী সরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোস্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন, চ্যানেল আই এর নিজস্ব প্রতিবেদক শাহ আলম শাহী, সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুর রাজ্জাকসহ ৪০ জন বিভিন্ন পেশাজীবী।