ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর নাট্য সমিতি শিল্পকলা পদকে মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নবনির্বাচিত কমিটির

দিনাজপুর বার্তা
জুন ১৫, ২০২১ ৩:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন নাট্য সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’ ‘শিল্পকলা পদক-২০২০’ এ মনোনীত হওয়ায় নাট্য সমিতির নবনির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৪ জুন সোমবার দুপুরে নাট্য সমিতির নবনির্বাচিত সভাপতি চিত্ত ঘোষ ও সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ জানান, দেশের শিল্প ও সংস্কৃতিতে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিশেষ অবদান রাখায় দিনাজপুর নাট্য সমিতিকে ‘শিল্পকলা পদক-২০২০’ প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত প্রেরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া দিনাজপুর নাট্য সমিতি শতবর্ষ ধরে বাংলাদেশের নাট্য চর্চার প্রসার ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও মুল ধারার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দেশে দিনাজপুর নাট্য সমিতি একটি প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হবে বলে আশা প্রকাশ করেছেন মহাপরিচালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।