
স্টাফ রিপোর্টার ॥ শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন নাট্য সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’ ‘শিল্পকলা পদক-২০২০’ এ মনোনীত হওয়ায় নাট্য সমিতির নবনির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৪ জুন সোমবার দুপুরে নাট্য সমিতির নবনির্বাচিত সভাপতি চিত্ত ঘোষ ও সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ জানান, দেশের শিল্প ও সংস্কৃতিতে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিশেষ অবদান রাখায় দিনাজপুর নাট্য সমিতিকে ‘শিল্পকলা পদক-২০২০’ প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত প্রেরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া দিনাজপুর নাট্য সমিতি শতবর্ষ ধরে বাংলাদেশের নাট্য চর্চার প্রসার ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও মুল ধারার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দেশে দিনাজপুর নাট্য সমিতি একটি প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হবে বলে আশা প্রকাশ করেছেন মহাপরিচালক।