ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

দিনাজপুর বার্তা
জুন ১৫, ২০২১ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ১৪ জুন সোমবার ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি)’র আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর শহরে ৫টি পয়েন্টে বাহাদুর বাজার মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়, বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়, পুলহাট মোড়, মির্জাপুর সুইহারী বাসস্ট্যান্ড মোড় এলাকায় সচেতনতামূলক ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরাজউল্লাহ।
“মানতে হবে স্বাস্থ্য বিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৪টি জেলায় ১২৮টি উপজেলার সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর সুপার ভাইজার মোঃ মেহেদী রহমান হৃদয় বলেন, কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারী যে ভয়াবহ রুপ ধারণ করেছে তা প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানব এবং সকলকে মানতে সচেতন করব। তবেই বাংলাদেশসহ পুরো বিশ্বা করোনা মহামারীর ভয়াভয় প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।