ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

কবীর সুমনের অবস্থার উন্নতি

দিনাজপুর বার্তা
জুন ৩০, ২০২১ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ অবশেষে স্বস্তির খবর এলো কিংবদন্তি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী কবীর সুমনের অসুস্থা নিয়ে। তার করোনা পরীক্ষা করা হয়েছিলো। রিপোর্ট নেগেটিভ এসেছে। শারীরিক অবস্থারও খানিকটা উন্নতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেল, এখনো জ¦র ও শ্বাসকষ্ট রয়েছে ‘গানওয়ালা’র। সঙ্গে গলা ব্যথাও। রয়েছে শারীরিক দুর্বলতাও। তবে ৭৮ বছর বয়সী এই সংগীতশিল্পীর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পেয়েছেন চিকিৎসকরা। তারা আশার আলো দেখছেন। গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। পরে রোববার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায়, শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। রোববার রাতেই কবীর সুমনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছিল। হাসপাতাল সূত্রে আরও খবর, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বর্তমানে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন। মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে সুমনের চিকিৎসা চলছে। সোমবার কবীর সুমনকে দেখতে হাসাপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবীর সুমনের অসুস্থতার কথা জানতে পেরে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়েছিল তার অনুরাগীরা। তবে শিল্পীর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।