(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপির চাঁদপাড়া গ্রামে জৈনিক কালিদাস চন্দ্র মহন্তের বাড়িতে বিষাক্ত চেতনানাশক ঔষধ ব্যবহার করে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।এতে ৫ ভরি স্বর্ণালংকার ও একটি বাটন ফোন লুটপাট করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ২:০০ থেকে সাড়ে ৩টার মধ্যে এই চুরি সংগঠিত হয়েছে বলে জানিয়েছে বাড়ির লোকজন।এঘটনায় স্থানীয়দের সহযোগীতায় ৫ জন কে আটক করেছে থানা পুলিশ।পরে কালিদাস চন্দ্রের ছেলে সুজিত কুমার মহন্ত বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জন কে আসামি করে থানায় একটি মামলা রুজু করেন।
আটককৃতরা হল, রংপুর পীরগঞ্জ চেরাগ পুরের মোঃ দারাজ উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫),গাইবান্ধা পলাশবাড়ীর পশ্চিম মির্জা পুরের মৃত কলিম উদ্দিনের ছেলে মোঃ মোজাম্মেল @ ফাটুল (৪১),দিনাজপুর ঘোড়াঘাট ঋষি ঘাটের মোঃ আদেল আলীর ছেলে মোঃ সাবু মিয়া(৩৮),একই এলাকার মৃত মীর উদ্দিনের ছেলে মোঃ তারা মিয়া (৪৮) এবং অপর জন ঘোড়াঘাটের লালমাটি শ্যামপুরের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মোছাঃ চামেলী বেগম(৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ২৯ ডিসেম্বর রাত ১১:০০ টায় বাদীর বাবা,মা,ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের কে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।পরে ৩০ডিসেম্বর ভোরে বাদী প্রকৃতির ডাকে দিয়ে ঘর হতে বাহির হয়ে দেখতে পায় যে,তার বাবার শয়ন ঘরের দরজা খোলা ও আসবাবপত্রের সকল মালপত্র -কাপড়চোপড় ছড়ানো ছিটানো এবং তার বাবা মা, ভাগনি গভীর ঘুমে আচ্ছন্ন।পরবর্তীতে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পায় যে, শোকেসের ড্রয়ারে রক্ষিত বাদীর বোনের বিয়ে উপলক্ষে গলার হার,কানের দুল ও হাতের রুলি মোট ৫ ভরি স্বর্ণালংকার ও একটি বাটন ফোন রাত্রি বেলায় সঙ্গোপনে বাদীর বাবার শয়ন ঘরের জানালা খুলে ভিতরে প্রবেশ করে বাবা- মা ও ভাগনি কে বিষাক্ত চেতনা নাশক ঔষধ ব্যবহার করে অচেতন করে উল্লেখিত পরিমান স্বর্ণ ও ফোন চুরি করে নিয়ে যায়।পরে বাদীর লোকজন ও এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে মোঃ তারা মিয়া এই চুরির সাথে ওতপ্রোত ভাবে জড়িত।পরে তাকে তার বাড়ি থেকে নিয়ে আসলে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তার সঙ্গে থাকা কয়েক জনের নাম প্রকাশ করে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির পিপিএম (সেবা) জানান, পাঁচ জন কে আটক করা হয়েছে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার সহ বাকীদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।আটক আসামিদের কে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি।