ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে ২০২১ শিক্ষাবর্ষের মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন

মোফাচ্ছিলুল মাজেদ
জানুয়ারি ৯, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ মেধাতালিকা হতে ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম আজ থেকে শেষ হয়েছে। রোববার সকাল ৯.৩০ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ এবং ‘সি’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ভর্তি কার্যক্রম আজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মোঃ কুতুব উদ্দিন, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মোঃ নওশের ওয়ান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি ও ১৬ জানুয়ারি যথাক্রমে ‘এ’ ও ‘বি’, সি ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের রিপোর্টিং এবং ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।