তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ধোধন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় আনন্দ-উৎসব পালন করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। ২৫ জুন শনিবার সকাল থেকে এসব আনন্দ উৎসবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
তেঁতুলিয়া উপজেলা আডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এরপর পদ্মা সেতুর ছবিসংযুক্ত ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিয়ে আনন্দ উদযাপন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল , জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি সর্দার আফতাব উদ্দিন, জাতীয় পাটির সভাপতি মোখলেছুর রহমান, যুবলীগ আহ্বায়ক মোজাফ্ফর হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
পরে তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ স্বপ্নের পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি ও মোটর সাইকেল শোভাযাত্রা বের করে।