ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা শাহ মোঃ নেছারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী ইকবাল হোসেন ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা কাজী আমজাদ হোসেন সরকার।

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে কাউন্সিল অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাজী মাওলানা মশিউর রহমান, কাজী মাওলানা মতিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্বি-বার্ষিক কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য কাজী মোঃ সাখাওয়াত হোসেন ও অর্থ কমিটির আহবায়ক হাজী মোঃ ফয়জার রহমান।

দ্বি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিল বাস্তবায়ন কমিটি আহবায়ক কাজী মোঃ হামিদুল ইসলাম, সদস্য সচিব কাজী মোঃ মতিনুর রহমান, অর্থ কমিটির আহবায়ক কাজী মোঃ ফয়জার রহমান, সদস্য সচিব কাজী মোঃ মনোয়ার হোসেনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মহব্বতপুর দাখিল মাদরাসার সুপার কাজী মোঃ মিজানুর রহমানকে সভাপতি, কাজী মোঃ হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কমিটির নাম ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।