ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ১১, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ, সাধারণ সদস্য মোশাররফ হোসেন, মোর্শেদ মানিক, সিকান্দার আলী কাবুল, দয়ারাম রায়, মতিয়ার রহমান, বেলাল হোসেন জয়, নাজমুল ইসলাম মিলন, মাহিদুল ইসলাম রিপন, চন্দন কুমার মিত্র, সাফায়েত হোসেন সজিব, মোখলেছুর রহমান সওদাগর, রমেন বসাক, পরিমল চন্দ্র দাস, আসান কবীর, সুবীর চক্রবর্তী ছোটন, সেকেন্দার আলী প্রমূখ।
সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সংগঠনের মামলা মোকদ্দমাসহ ষড়যন্ত্র মোকাবিলায় করণীয় সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, সংগঠনের সদস্য অন্তর্ভ‚ক্তিকরণ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, গঠনতন্ত্র সংশোধন ও নির্বাহী কমিটিরসদস্য সংখ্যা বৃদ্ধিসহ বিবিধ আলোচনায় সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য জায়গা নির্ধারণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মরহুম সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।