দিনাজপুর বার্তা২৪.কম ॥ দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান বেপারী (সাইকেল মার্কা) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জাফর (আম মার্কা) নির্বাচিত হয়েছেন।
১৩ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাব ভবনে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন দুপুর ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান বেপারী (সাইকেল মার্কা) ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছবিলাল সরকার (গরু গাড়ী মার্কা) ২৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ননী গোপাল রায় (ছাতা মার্কা) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শাহিন হোসেন (চশমা মার্কা) ২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ জাফর (আম মার্কা) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (গোলাপ ফুল মার্কা) ২৮ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য জীবন আলী (বই মার্কা) ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রী দুখুয়া রায় (কাঠাল মার্কা) ২১ ভোট পেয়েছেন। এ ছাড়া নুর আলম (হরিণ মার্কা) ২৯ ভোট এবং মোঃ আবুল হোসেন (হাতুরী মার্কা) ২৯ ভোট পাওয়াতে নির্বাচন কমিশনার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত নির্বাহী পরিষদের সদস্য প্রার্থী হিসেবে আগামী ২০ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাবে দুপুর ৩টা হতে ৬টা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ করা হবে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রুবেল সরকার ও কোষাধ্যক্ষ পদে মোঃ আনিস বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা হেলাল, সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ শামীম রেজা।