দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মচারী ইউনিয়ন সিবিএ রাজ-১৫০০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) এর নেতৃবৃন্দ। ১৫ মে সোমবার বিকাল ৪টায় জেলা পরিষদ অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ’র সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ জীবন, সহ-সভাপতি মোঃ এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুব আলম, অর্থ সম্পাদক শ্রীকান্ত কুমার , বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় শেষে নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।