দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুর শহরের বালুবাড়ী নিমকালী মন্দির এলাকা থেকে ২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) ও সেলিনা আক্তার শিমু (৩০) নামের দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শফিকুল শহরের ৬নং উপশহর স্টাফ কোয়াটার মোড় এলাকার মৃত গোলাম মর্তুজা ও সুফিয়ার ছেলে। শিমু শহরের ডায়বেটিক মোড় এলাকার বাসিন্দা। দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা দিনাজপুর শহর ও এর আশপাশের এলাকায় ইয়াবার পাইকার ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।