দিনাজপুর বার্তা ২৪.কম ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, যারা ৭৫’এ বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে তাদেরও বিচার বাংলার মাটিতে হয়েছে। সেদিন নিষ্পাপ শিশু শেখ রাসেলকে খুনিরা শুধু হত্যা করেনি তাকে ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। সেই শহীদ শেখ রাসেলের রক্তের বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোর মুখ দেখবে। তিনি আরো বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংগীত অনুরাগী ব্যক্তিত্ব তার মত মেধাবী মানুষ পাওয়া দুস্কর। তিনি আবাহনী ক্রীড়া চক্রকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছিলেন। ৩ জুন শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রথম পর্বের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, জেলা পরিষদের সদস্য মোঃ নুরে আলম খন্দকার কায়ছার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপাজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন সহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এই মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধনের মাধ্যমে বোচাগঞ্জ তথা সেতাবগঞ্জ বাসী দীর্ঘ দিনের দাবী পূরণ হতে চলেছে।