দিনাজপুর বার্তা ২৪.কম ॥ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জন মাদক ব্যবসায়ীসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলাবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন, গত সোমবার রাতে অভিযান চালিয়ে ২০ জন মাদক ব্যবসায়ীসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা, ২৩ বোতল ফেনসিডিল, ৩ বোতল স্কোপ সিরাপ ও ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান হাফিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।