ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের পাশে আছে, থাকবে: হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
সেপ্টেম্বর ৬, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরবার্তা২৪.কম :-

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বন্যায় এ ক্ষতি লাঘব করে উঠতে মাত্র ৬ মাসের প্রয়োজন। আগামি ৬ মাসের মধ্যে আমরা আবার আসল রুপে ফিরে আসব উল্লেখ করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের উন্নয়নে ও ভেঙ্গে পড়া জীবন যাত্রাকে ফিরে আনতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফসল না উঠা পর্যন্ত ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যাপ্ত পরিমান ত্রান মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে ত্রান পৌছে দেয়া হচ্ছে। কোন মানুষ না খেয়ে থাকবে না। শেখ হাসিনা আপনাদের পাশে আছে, থাকবে।

বুধবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদ এ- ঈদগাহ সোসাইটির উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন ও ৩নং ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।

পারগাও স্কুল ও ফুলবন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রায় ১২ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রান দেয়া হয়।পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক কুমার রায়, ৩নং ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ তালুকদার, দুলাল উদ্দিন, আনোয়ার হোসেন, ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদ এ- ঈদগাহ সোসাইটির প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ ওবায়দুল হক জামাল প্রমুখ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।