দিনাজপুরবার্তা২৪.কম :- দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী চিকিৎসকরা।
শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার দিঘন এসসি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশী ডক্টরস্ সোসাইটি ইন ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া’র সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় গোপালপুর, পূর্ব রামনগর, দিঘন, গাবুড়াসহ বিভিন্ন এলাকার একশ’ শিক্ষার্থীর মাঝে বই, স্কুল ড্রেস, খাতা ও কলম বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘন এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর রায়, সাংবাদিক ওয়াহেদ পারভেজ, বিপুল সরকার সানি, মিহির কুমার রায়, গুলশান বাবু, বিজন কুমার সরকার প্রমুখ।
এসময় শুধু বন্যার্তই নয়, গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যাতে করে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয় চিকিৎসক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।##