দিনাজপুর বার্তা২৪.কম :-দিনাজপুর সরকারি মহিলা কলেজের নতুন ১০তলা একাডেমিক ভবনের জন্য স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের নতুন ১০ তলা একাডেমিক ভবনের জন্য স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।