দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শাল বাগান নামক স্থানে মহাসড়কে পিক-আপের ধাক্কায় ২নারীসহ ৪জন আরোহী নিহত হয়। আহত সংখ্যা ৮জন।
বীরগঞ্জের শালবাগানের পাশে দিনাজপুর ঠাকুরগাও মহাসড়কে সকাল ৬টায় একটি পিক-আপ ঠাকুরগাও এর উদ্দেশ্যে যাওয়ার সময় ২টি ব্যাটারী চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২জন নারী সহ ৪জনের মৃত্যু হয়। এবং আহত হয় আরো ৮জন। আহতরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৈমারী চিরাবদী গ্রামের হাবরং, শুশিলা বালা, অমূল্য রায় ও রাঙ্গিলা বালা। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের সবার বাড়ী নীলফামারী জেলায়। মৃতদের সবার বয়স ৫০ বছরের উপরে। তারা দিনাজপুর কাহারোলে কান্তজিউ মন্দিরে মেলা দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।