দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) তে পাশের হার ৮৮.৩৮%। আজ শনিবার দুপুর ২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বালুবাড়ি কার্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: তোফাজ্জুর রহমান এই ফলাফল ঘোষনা করেন।
২০১৭ সালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২ লক্ষ ১ হাজার ৮ শত ৯জন শিক্ষার্থী জেএসসি পাশ করেছে। এ বছর জেএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। ছাত্রীদের পাশের হার ৮৮.৮৭% আর ছাত্রদের পাশের হার ৮৭.৮৬% এবং জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১০ হাজার ৯শত ৫৭ জন ও জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৯ হাজার ১ শত ৫জন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বের্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শতভাগ পাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৮০টি পাশাপশি কোন শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি।