
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের কাহারোলে রবিবার বিকেল ৩ টায় কাহারোল আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ রশিদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাহারোল-বীরগঞ্জ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের বর্তমান সভাপতি মোঃ মেহেদী হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ দুলাল, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমু, উপজেলা ছাত্রদল সভাপতি মাসেদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন বাবু, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অভিভাবক সদস্য মোঃ আমাতুল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক মোঃ রাশেদুজ্জামান। আলোচনা শেষে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মেহেদী হাসান সুমনের নিজস্ব অর্থায়নে একটি করে টিফিন বক্স বিতরণ করেন। এসময় স্কুলের অফিসের একটি আলমারী দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় মেহেদী হাসান সুমন বলেন, দলমত নির্বি শেষে আমাদের এলাকার সকল শিশুর পাশে থাকতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন এলাকার সকল দরিদ্র-হতদরিদ্র পরিবারের শিশুদের পাশে এগিয়ে আসি বলে স্কুলের ৯ জন হতদরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাসিক বেতনের দায়িত্ব গ্রহণ করেন। এসময় অভিভাবক, মাতা অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    