স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরণত্তোর স্বাধীনতা পদকে ভূষিত মরহুম এম আব্দুর রহিমের সহ ধর্মিনী এবং বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডাঃ নাদিরা সুলতানা, ডাঃ নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা এবং নাজিলা সুলতানা এর মাতা নাজমা রহিম “স্বপ্নজয়ী মা” সম্মাননা পদকে মনোনীত হয়েছেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (রেজিঃ ও গনসংযোগ) শাহীন সুলতানা স্বাক্ষরিত এক বার্তায় জানা যায় আগামী ১৩ মে রোববার বিকেল সাড়ে ৩টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলায় (মাল্টিপারপাস হলরুমে) নাজমা রহিমকে “স্বপ্নজয়ী মা” সম্মাননা পদক প্রদান করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।