স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও ফ্রাইডে ক্লাবের উপদেষ্টা স্বরূপ বকসী বাচ্চুকে শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
২১ অক্টোবর রোববার নিমতলা মন্দির কার্যালয়ে ফ্রাইডে ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা অনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও ফ্রাইডে ক্লাবের উপদেষ্টা স্বরূপ বকসী বাচ্চুর হাতে তুলে দেন। এসময় নিমতলা মন্দির কমিটির সহ-সভাপতি সুবীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক খোকন কুমার দাস, কমল দত্ত, অরুন রায়, তাপস দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রাইডে ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক রেহাতুল ইসলাম খোকা বলেন, প্রেসক্লাবের সভাপতি ও আমাদের উপদেষ্টা স্বরূপ বকসী বাচ্চু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে অসহায়, দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছেন। সে বিষয়ে চিন্তা করে নতুন কমিটির দ্বি-বার্ষিক শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকগণ তাকে শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে এই সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট পেয়ে স্বরূপ বকসী বাচ্চু তার অনুভূতি ব্যক্ত করত গিয়ে বলেন, মানুষ মানুষের জন্য। আমার সীমাবদ্ধতার মধ্য দিয়ে আর্ত-মানবতার কল্যাণে হত দরিদ্র, অসহায় মানুষের পাশে থেকে তাদের উপকার করে আসছি। ফ্রাইডে ক্লাব আমার কাজের মূল্যায়ন স্বরূপ আমাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে। আমি চাই সামাজিক কর্মকান্ডে ফ্রাইডে ক্লাব আরো এগিয়ে যাবে এবং তাদের পাশে আমি ছিলাম এবং থাকব।