কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : পূজা-অর্চনার মধ্যে দিয়ে গতকাল ২২ নভেম্বর বৃহস্পতিবার থেকে মাস ব্যাপি শুরু হয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে রাস মেলা। মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। মন্দিরকে ঘিরে বৃৃহস্পতিবার থেকে এক মাস ব্যাপী শুরু হয়েছে এই রাস মেলা। ইতিমধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে এক নজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে মাস ব্যাপী রাস মেলায়। এবার এই মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, যাদু এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেক রকমের দোকান পাট মন্দির চত্বরে বসানো হয়েছে । অগ্রহায়ন মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২ টা ১ মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূঁজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩ দিন পূর্বে থেকে। ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মাসব্যাপী মন্দির চত্বরে রাস মেলার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপরাধ) মোঃ মতিয়ার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, কাহারোল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, এসআই মোঃ এরশাদ হোসেন, এসআই মোঃ মহিদুল ইসলাম।