
বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনা শেষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন পেলেন তরুন প্রজন্মের নেতা শিবলী সাদিক। ২৫ নভেম্বর দুপরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রার্থী শিবলী সাদিকের হাতে চুড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাহান আলী মন্ডল, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। মনোনয়ন প্রাপ্তির সংবাদে নবাবগঞ্জ, হাকিমপুর (হিলি), বিরামপুর ও ঘোড়াঘাট এই ৪টি উপজেলায় আওয়ামী নেতা-কর্মীদের মাঝে চলছে খুশির আমেজ। বিভিন্ন এলাকায় এ আনন্দে চলছে মিষ্টি বিতরণের ধুম। এ বিষয়ে এমপি শিবলী সাদিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিগত ৫ বছর মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমি আমার নির্বাচনী এলাকার সকলকে সাথে নিয়েই উন্নয়নমূলক কাজ করেছি। আর এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই তিনি আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন। তিনি আরও জানান, মনোনয়ন হাতে পাবার পর আমার সাথে থাকা আমার প্রিয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান ও শ্রদ্ধা নিবেদন করেছি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                