দিনাজপুর বার্তা২৪ ডেক্স: ০৩ ডিসেম্বর ২০১৮, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি পূণবিন্যাস করে ৪ ডিসেম্বর ২০১৮ থেকে ৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৪৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।