ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় কুমির নজরদারিতে ড্রোন

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ২৪, ২০১৯ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-সাঁতারুদের আশপাশে কুমির শনাক্ত করতে ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। এই ড্রোন বানিয়েছে লিটল রিপার গ্রুপ এবং ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। ড্রোনটি সাগরের ১৬টি ভিন্ন প্রজাতির প্রাণী শনাক্ত করতে পারে এবং এটি ৯৩ শতাংশ নিখুঁত বলে দাবি করেছে নির্মাতা দলটি– খবর বিবিসি’র। ড্রোনগুলোতে রাখা হয়েছে সাইরেন, স্পিকার এবং পানিতে ভেসে থাকার প্রযুক্তিসম্পন্ন ডিভাইস। বিপদে রয়েছেন এমন সাঁতারুদের পাশে ফেলা হবে এই ডিভাইসগুলো। লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ড. সার্গি উইচ এটিকে “চমৎকার একটি ধারণা” বলে আখ্যা দিয়েছেন। বিবিসিকে ড. সার্গি বলেন, “এটি ড্রোনের একটি দারুন ব্যবহার। এটি যদি মানুষের নিরাপত্তা বাড়ায় তবে এটি আসলেই অনেক উপকারী।” লিটল রিপার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা পল স্কালি-পাওয়ার বলেন, “কুইন্সল্যান্ড সরকার তাদের বলেছিলেন, ‘তোমাদের জন্য কী আমাদের দিক থেকে কোনো চ্যালেঞ্জ আছে?’ এবং এর পরপরই অবশ্য তারা চ্যালেঞ্জের রূপটিও বাতলে দেন। ‘তোমরা কী আমাদের জন্য কুমির শনাক্ত করতে পারবে?’ “কুমির অন্ধকার এবং কাঁদা পানির মতোই মানুষকে হামলা করছে। তাই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।