![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিাযান চালিয়ে ১ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৪ফেব্রুয়ারি ) দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মো: হাসান আলী (৪৫) উরফে @রমজান কে আটক করা হয়। পাসপোর্ট করিয়ে দেয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপসহকারি পরিচালক মোহাম্মদ জিন্নতুল ইসলাম জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি আভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আজ পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করার সময় মো: হাসান আলী কে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো: মোহছেন উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার দালাল মো: হাসান আলী’কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ: সহকারী পরিচালক মো: বিল্লাল হোসনে জানান, আমি পাসপোর্ট অফিসের দালালদের উপদ্রব নিরসনের লক্ষে পদক্ষেপ গ্রহনের জন্য কিছুদিন আগে দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম এক বরাবর একটি লিখিত অভিযোগ জানাই। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা হয়েছে। দালাল নির্মূলের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।