দিনাজপুর প্রতিনিধিঃ
৩ মার্চ ২০২০ ইং রোজ মঙ্গলবার স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী-জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্রলীগ নেতাদের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে সন্ত্রাস, মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে দিনাজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতা আজমাইন রাশিক, শহর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সিঙ্গেল, ছাত্রলীগ নেতা ওমর ফারুক বাহাদুর, জয় প্রকাশ, আসাদুজ্জামান আসাদ, রাতুল, ইমরান, আল মামুন, জিয়া, বাপ্পা, ওভি, রাহুল, প্রিতম, রাকেশ, রেজা, নাইস, রিয়েল সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল মৌলবাদীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, উস্কানী দিয়ে মৌলবাদীরা নৈরাজ্য সৃষ্টি করে এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।ছাত্রলীগ হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মৌলবাদীদের টার্গেট ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী করেন।