দিনাজপুর বার্তা২৪.কম :- কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি এবং কুৃড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিক সমাজ।
১৫ মার্চ রোববার বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দিনাজপুর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে সাংবাদিক সমাজ অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহার করে তার ক্ষমতার অপব্যবহারসহ সকল অপকর্মের বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করে সাংবাদিক সমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, টিভি ক্যামেরা জার্নাালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনজিদ আলম শিমুল, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, কংকন কর্মকার, আবু বকর সিদ্দিক, আজাহারুল আজাদ জুয়েল, সালাউদ্দিন আহম্মেদ, মাহফুজুল হক আনার, মোর্শেদুর রহমান, রতন সিং, কাশী কুমার দাস ঝন্টু, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্রমুখ।