ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

নৌপরিবহন মন্ত্রণালয়ের এসওপি প্রণয়ন; কন্ট্রোল রুম চালু

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৫ মার্চ  :-
করোনা ভাইরাসজনিত (কভিড-১৯) উদ্ভুত পরিস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করেছে। ২৪ মার্চ এ সংক্রান্ত এক অফিস আদেশ  জারি করা হয়েছে। এসওপি’র কার্যক্রম  :-
১. প্রত্যেক কর্মকর্তা/কর্মচারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আইইডিসিআর কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণ করে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করবে;
২. দাপ্তরিক বা ব্যক্তিগত ভাব বিনিময়ের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে;
৩. হ্যান্ড স্যানিটাইজার/মাস্ক/গ্লাবস/সাবান ইত্যাদি নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবে;
৪. অহেতুক আলাপ-আলোচনা/খোশগল্প থেকে যথাসম্ভব বিরত থাকবে; বিনা কারনে কর্মকর্তা/কর্মচারিগণ দু’ এর অধিক একত্রিত হবেনা;
৫. দরজার লক/হ্যান্ডেল/সিটকিনিসহ বাথরুম, টয়লেট ব্যবহারের ক্ষেত্রে যথাসম্ভব হাইজেনিক নিয়ম মেনে চলবে;
৬. বর্তমানে প্রচলিত দরজার লক/হ্যান্ডেল/সিটকিনি পরিবর্তন করে ওয়ান টাচ সিস্টেম লক স্থাপনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করা হবে;
৭. কর্মকর্তাগণ যথাসম্ভব ইন্টারকম/টেলিফোনে যোগাযোগ করবে। ব্যক্তিগত যোগাযোগ যথাসম্ভব পরিহার করবে;
৮.দপ্তর/সংস্থাসমূহ দাপ্তরিক কাজ এবং করোনা ভাইরাস সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রতিদিন প্রেরণ করবে;
জরুরি অবস্থা ঘোষণা করা হলে বাড়িতে থেকে কাজ করার ক্ষেত্রে অনুসরণিয় নির্দেশাবলিঃ
১. দপ্তর/সংস্থাসমূহ ই-ফাইলিং এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবে;
২. কর্মকর্তাগণ প্রয়োজনে নিজ বাসায় অবস্থান করে ই-ফাইলিং এর মাধ্যমে দাপ্তরিক কার্য সম্পাদন করবে;
৩. ই-মেইল এবং টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করবে;
৪. জরুরি কার্য সম্পাদনের জন্য কন্ট্রোল রুম চালু থাকবে (কন্ট্রোল রুম এর টেলিফোন নম্বর: ৯৫৪৬০৭২);
৫. অধিশাখা/শাখা কর্মকর্তাগণ স্ক্যানার ব্যবহার করে ই-ফাইলিং এর মাধ্যমে দাপ্তরিক কার্য নিষ্পত্তি করবেন;
৬. সরকার কর্তৃক জারিকৃত জরুরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।