![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা – করোনাভাইরাস প্রতিরোধ ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রচেষ্টা ব্লাড ব্যাংক।
শনিবার সারাদিন ব্যাপী উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩শত পরিবারের মাঝে এইসব বিতরণ করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সদস্যরা। প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সভাপতি আবু বক্কর সুমন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতার লক্ষ্যে গ্রাম অঞ্চলে গরীব-অসহায় মানুষদের মাঝে সাবান, মাস্ক ও লিফলেট দেওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যেই এমন কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সহ-সভাপতি মো. নুহাস, সহ-সভাপতি মো.জাহিদ হাসান মাহফুজ সহ অন্যান্য সদস্যদের মধ্যে আরমান ও সুপ্ত উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।