![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
দিনাজপুর বার্তা২৪.কম : পৃথিবীতে মহামারী আকারে নভেল করোনা ভাইরাস এর আক্রমনে সমগ্র বিশ^ এখন অসুসস্থ। আমাদের দেশে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জাতির জনক শেখ মজিবর রহমার এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে তার বলিষ্ঠ অবদান রেখেছে। তার সুযোগ্য নেতৃত্বে আমারা বিশ^ দরবারে মাথা উঁচু করে বেচেঁ আছি। কিন্তু করোনার এই ভয়াল থাবা থেকে আমাদের রক্ষার্থে গোটা দেশকে লকডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারীভাবে প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ, র্যাব ও বেসরকারীভাবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিসহ অনবরত কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার ছোট গুরগুলায় জেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের সাহায্যে চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এই বিতরনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রিয় নির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং, পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার রায় ও পৌর শাখার সভাপতি রনজিৎ দাস এবং সাধারন সম্পাদক গৌরাঙ্গ রায়, উপজেলার সাধারন সম্পাদক দূর্জয় দাস তিতুুন,
জেলার শাখার হিন্দু বৌদ্ধ খৃষ্টান মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব মল্লিকা রানী দাস, যুগ্ম আহবায়ক মিনতী রানী রায় ও শহর শাখার সদস্য সচিব মমতা দাস, জেলার পূজা উদ্যাপন পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক বাচ্চু কুন্ডু ও শহর শাখার যুগ্ম সাধারন সম্পাদক রাজু বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অমৃত রায় ও সহ-সভাপতি রাহুল সাহা, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন দাস, নির্বাহী সদস্য শান্ত, মার্টিন,ধ্রুব, প্রান্ত ব্যানার্জীসহ প্রমুখ।
![](https://i0.wp.com/www.dinajpurbarta24.com/wp-content/uploads/2020/04/Screenshot_10.jpg?resize=706%2C465&ssl=1)