![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বাহাদুর বাজারে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে মুদি দোকান খোলা রাখার দায়ে মেসার্স সামাদ ষ্টোরকে ২ (দুই) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (৫এপ্রিল) দুপুরে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এন এ মার্কেটে সরকারী নির্দেশনা অমান্য করে দুপুর ১টার পর মুদি দোকান খোলা রাখায় একটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।
![](https://i0.wp.com/www.dinajpurbarta24.com/wp-content/uploads/2020/04/Screenshot_3-13.jpg?resize=853%2C498&ssl=1)
জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মোটরসাইলেক চালানোর দায়ে প্রায় ৫টি মোটরসাইল চাকলকে জরিমানা করা হয়েছে।
সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।