
মোঃ শাহিনুর আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফোরাম-৮২ কল্যাণ পরিষদ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩ টায় পৌর শহরের পুরাতন বাজার হাটের গলিতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে উপস্থিত সকলকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে তাদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, তেল ও এন্টিসেপটিক সাবান।

ফোরাম-৮২ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ পারভেজ কবীর জানান, ফোরামের সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মোঃ হুমায়ুন কবীরের পরামর্শে প্রাথমিকভাবে আমরা ৫’শ কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আক্কাস আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নূর-ই আলম, ফজলুর রহমান, কোষাধ্যক্ষ দানিজ উদ্দীন, সদস্য নিপেন্দ্র নাথ প্রমূখ।