![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
বীরগঞ্জ দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর
খনন করতে গিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের গন্ডারঝাড় গ্রামে হরিপুকুর পুনঃখনন করতে
গিয়ে পুকুরের মাঝখানের ৮-১০ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের মালিক হোসেন
হাজীর কাছ থেকে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ মূর্তিটি
তাঁর বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে
অবগত করেন । পরে সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নিকট
কষ্টিপাথর মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার।
![](https://i0.wp.com/www.dinajpurbarta24.com/wp-content/uploads/2020/04/Screenshot_2-18.jpg?resize=490%2C159&ssl=1)
মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির দৈর্ঘ্য
অনুমানিক আড়াই ফুট, প্রস্থ এক ফুট, ওজন ১৮ কেজি।উদ্ধারের পর মূতিটি কী পাথরের পরীক্ষা করার জন্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন আজ রাতেই পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা প্রশাসকের
কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাধারে
জমা রাখা হবে।