দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর জেলায় প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত রিপোর্টে দিনাজপুরে জেলায় করোনা ভাইরাসে আক্তন্তের সংখ্যা ৭জন বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫টি জেলায় ১৮৬ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৫জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলায় ৭জন করোনা পজিটিভ পাওয়া যায় । দিনাজপুর সদর উপজেলায় ৩জন, নবাবগঞ্জ উপজেলায় ৩জন ও ফুলবাড়ী উপজেলায় ১জন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারনের চলাচল নিয়ন্ত্রনে বর্তমানে সেমি লকডাউন চালু আছে। এছাড়াও দিনাজপুর জেলার প্রধান কাঁচা বাজার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে স্থানান্তর করা হয়েছে।
জেলার জনসমাগম নিয়ন্ত্রনে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনে সহায়তায় র্যাব ও সেনা বাহিনী মাঠে রয়েছে।