ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা লকডাউন ঘোষণা

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৫, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :- করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ)ঘোষণা করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম আজ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ঘোষণা দেন। এই ঘোষণার ফলে আজ মঙ্গলবার রাত ১০টা থেকে দিনাজপুর জেলায় প্রবেশ করতে এবং জেলা থেকে কেউ বের হতে পরবেন না।
গত মঙ্গলবার ও আজ বুধবার দিনাজপুর জেলার চার উপজেলায় মোট আটজন করোনা রোগী সনাক্ত হয়। এরপরই জেলাকে লকডাউন করার ঘোষণা দেওয়া হলো।
জেলা প্রশাসক স্বাক্ষরিত গনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে দিনাজপুর জেলায় আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা, নারায়নগঞ্জ ও হবিগঞ্জ জেলায় করোনা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারনে ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুুষের দিনাজপুর জেলায় আগমনের প্রবনতা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং জেলার আইনশৃঙ্খলাসংক্রান্ত সব সংস্থার জরুরী মতামতের ভিত্তিতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন-২০১৮ অনুযায়ী দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ জেলার সঙ্গে অন্য জেলার প্রবেশ ও বের হওয়ার সব ধরনের রাস্তাঘাট বা অন্য কোন পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না কিংবা অন্য জেলার কেউ প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ ক্ষেত্রে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন, সনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।