নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ ইকরামুল হক >
দিনাজপুরের নবাবগঞ্জে সহকারী কমিশনার (ভুমি) আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন।
রবিবার ১৯ এপ্রিল দুপুরে উপজেলার ভাদুরিয়া ও দলারদরগা বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তিনি জানান সরকারী নির্দেশনা উপেক্ষা করে বাজার গুলোতে স্বর্ণকারের দোকান, হার্ডওয়ারের দোকান ও প্রসাধনীর দোকান খোলা রাখার অভিযোগে ৮ জনের নিকট থেকে ওই পরিমান জরিমানার টাকা আদায় করা হয়।
এরমধ্যে ভাদুরিয়া বাজরে ৫ জনের নিকট থেকে ১৭ হাজার টাকা এবং দলার দরগা বাজারে ৩ জন দোকানদারের নিকট থেকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।#
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।