ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

গান নিয়ে হাজির হলেন বলিউড সুপারস্টার সালমান

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২০, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ডেক্স :- বলিউড অভিনেতা সালমান খান। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার এই ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে গান নিয়ে হাজির হলেন এই বলিউড সুপারস্টার। ‘প্যায়ার করোনা’ শিরোনামের গানটি নিজেই গেয়েছেন সালমান। এতে এই অভিনেতাকে র‌্যাপও গাইতে শোনা গেছে। এমনকি হুসেন দালালের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি। গানটির সুর করেছেন সাজিদ ওয়াজিদ। সোমবার ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে সালমান খান বলেন, ‘আমি গানটি গেয়েছি এবং এটির সম্পাদনার কাজ হয়েছে আমার খামার বাড়িতে। তবে গানটির কম্পোজের কাজ হয়েছে মুম্বাইয়ে। আমি সবাইকে যা বলতে চাই গানের কথাতে ঠিক সেটিই বলা হয়েছে- প্যায়ার করোনা, মাদাদ করোনা, সবুর রাখো না।’ তিনি আরো বলেন, ‘এই সময় সংগীতই সবচেয়ে বড় প্রতিষেধক। এটি মানুষকে হাতাশা থেকে দূরে থাকতে সাহায্য করে।’ লকডাউনে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের প্যানভেলের খাবার বাড়িতে রয়েছেন সালমান খান। এই অভিনেতার সঙ্গে তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, সোহেল খানের ছেলে নির্বাণ আছেন। সেখানে গল্প গুজব, ঘোড়ার দেখভাল করেই সময় কাটছে এই অভিনেতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।