
দিনাজপুর প্রতিনিধি-
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বেশি^ক মহামারিতে কর্মহীন হয়ে পড়া দিনাজপুরের ট্রাক ও ট্যাংকলরী শ্রমিকদের জীবন জীবিকা অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পর্যায়ক্রমে শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সহায়তা প্রদান করছে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রাজ-২৪৫)।
সোমবার (২৭ এপ্রিল) দিনাজপুর জেলা ট্রাক টার্মিনাল (বটতলী) মাঠে শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারী (সাদা)। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী সাদা বলেন, গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলায় লকডাউন চলছে। যার কারণে ট্রাক বাস সহ সব রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে ট্রাক শ্রমিকেরা কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আমরা আমাদের সংগঠনের ফান্ড থেকে যতটুকু পারছি শ্রমিকদের মাঝে তা বিতরন করছি।