
শাহ্ আলম শাহী,বিশেষ প্রতিবেদক,দিনাজপুর থেকেঃ প্রাণঘাতি করোনার ভয়াবহ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন ও সুরক্ষার জন্য দিনাজপুরে তৃণমুল পর্যায়ের ১১ জন সাংবাদিককে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট-পিপিই দিলেন,খানসামা উপজেলা আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক সফিকুল আজম চৌধূরী লায়ন।
দিনাজপুরস্থ দৈনিক গণমুক্তি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক মানবজমিন ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী বিভিন্ন উপজেলার তৃণমুল পর্যায়ের ১১ জন সাংবাদিকের হাতে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট-পিপিই তুলে দেন।
দৈনিক গণমুক্তি’র আঞ্চলিক প্রতিনিধি তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের দিনাজপুর প্রতিনিধি ডা.মো.এমদাদুল হক মিলন।
উল্লেখ্য,প্রাণঘাতি করোনার ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও নিজেদের সুরক্ষা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে,এনিয়ে সাংবাদিক শাহ্ আলম শাহী নিউজ প্রকাশ ও ফেসবুকে এইটি স্ট্যাটাস দিলে তা দৈনিক গণমুক্তি’র আঞ্চলিক প্রতিনিধি তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর মাধ্যমে খানসামা উপজেলা আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক সফিকুল আজম চৌধূরী লায়নের দৃষ্টি গোচর হয়। ফলে প্রাণঘাতি করোনার ভয়াবহ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন ও সুরক্ষার জন্য তিনি ব্যক্তি উদ্যোগে দিনাজপুরের কয়েকটি উপজেলার তৃণমুল পর্যায়ের ১১ জন সাংবাদিককে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট-পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা, চৌধুরী নুপুর নাহার তাজ,ফজলুল হক, তোয়াজ্জল হায়দারসহ অন্যরা।
এ সময় সাংবাদিক শাহ্ আলম শাহী তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রাণঘাতি করোনার ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিদের পেশাগত দায়িত্ব পালনে সতর্কতা,নিজের সুরক্ষা বজায় রাখাসহ পিপিই ব্যবহারের পরামর্শ নিয়মাবলী উল্লেখ করেন।