ঢাকাশনিবার , ২ মে ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সকল ভেদাভেদ ভুলে সবাইকে এই করোনা যুদ্ধে একত্রিত হয়ে কাজ করতে হবে – ধর্ম বিষয়ক মন্ত্রনায়লয়ের সচিব মো. নুরুল ইসলাম

মোফাচ্ছিলুল মাজেদ
মে ২, ২০২০ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ        

বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রনায়লয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতি মানবীয়তা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ও তাঁর হাত ধরেই কাজ করে যাচ্ছি। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে এই করোনা যুদ্ধে সামিল হতে হবে। আমরা এই সময়ে সবাই একত্রিত হয়ে কাজ করব। 


শনিবার (২ মে) বিকাল ৩ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নুরুল ইসলাম এ কথা বলেন।   
এসময় নুরুল ইসলাম আরো বলেন, একজন ভিক্ষুক তার জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। একজন মুচিও তার জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছেন। এসব মানুষের কাছে আমাদের শিক্ষা নিতে হবে। এই দুর্যোগকালীন সময়ে কাউকে নিন্দা না করে বরং সবার সহযোগিতায় একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজন চিকিৎসক রোগী না দেখলে সবাইকে খারাপ বলা যাবে না। এই কঠিন সময়েও চিকিৎসক, প্রশাসন, পুলিশ, সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। সবার একসঙ্গে কাজ করা ছাড়া এই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়।

উক্ত মতবিনিময় সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম করোনাভাইরাস প্রতিরোধে জেলায় গৃহীত এখন পর্যন্ত যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলোর বিস্তারিত তুলে ধরেন। সেই সাথে ত্রাণ কার্যক্রমের বিভিন্ন বরাদ্দ ও বিতরণের বিষয়েও আলোচনা করেন।

এসময়  উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা ছাড়াও দিনাজপুরের কর্মরত বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ। 

দিনাজপুর জেলা ত্রাণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত দিনাজপুরের সকল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে করোনাভাইরাস প্রতিরোধে জেলায় গৃহীত কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় এটাই তার প্রথম সভা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।