নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ ইকরামুল হক >দুনিয়াতে সন্তানের আপন ও মহাদরদী মা এর কোন বিকল্প নেই। সেই মায়ের নিকট যদি সন্তান নিরাপদে থাকতে না পারে তাহলে অবুঝ সন্তান যাবে কোথায় এ কথার জবাব দেবে কে । গত রোববার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাটিদাম গ্রামে সার্জারি তুলা দিয়ে মোড়ানো নবজাতক শিশু কে ধান ক্ষেতে ফেলে দেয় । পরে কুড়ে পাওয়া শিশুটির দেখভাল করার দায়িত্ব ভার গ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ নাজমুন নাহার বলে তথ্যটি জানান ডাঃ সাহাজান আলী। সন্তানটি কোলে মা হিসাবে তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার । এবং আপন সন্তানের মতোই শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে ছুটা-ছুটি করতে থাকেন , রাতে শিশুটির শারিরিক অবস্হার অবনতি হলে দিমেক হাসপাতালে রিফার্ড করে চিকিৎসক। সেখানে ই শিশুটির মৃত্যু হয়েছে। পরদিন উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে জানাজা শেষে স্হানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জানান। মানুষ মানুষের জন্য এর দৃষ্টান্ত হয়ে থাকলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার , তিনি শত চেষ্টা ও মাতৃস্নেহ দিয়েও শিশুটির শেষ রক্ষা করতে পারলেন না ।এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার অত্র উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে মাতৃস্নেহের আল্পনা এঁকেঁছেন।