
দিনাজপুর প্রতিনিধি : করোনা কালে দিনাজপুর জেলায় কর্মরত সংবাদপত্র হকার্স ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় কর্মরত ক্যামেরাপার্সনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবে হকার ও ক্যামেরা পারসনদের হাতে লাচ্ছা সেমাই, পোলায়ের চাল ও গুড়ো দুধ তুলে দেওয়া হয়।

এসময় হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, গণমাধ্যম কর্মীরা এই করোনা সংকটের সময় জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই সংকটময় মুহুর্তে তাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষথেকে সামান্য উপহার আজ প্রদান করা হল। আগামীতে প্রয়োজন হলে আরোও সহায়তা দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারসহ অন্যান্যরা।